ওয়েবসাইট সম্পর্কিত কিছু কথা
বর্তমান সময়ে সব কিছুই অনলাইন / ওয়েবসাইট ভিত্তিক হয়ে যাচ্ছে।
বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে,খবরের কাগজ,নিজস্য ব্লগ
ইত্যাদি এমন কোন ক্ষেত্র বাকী নেই যা অনলাইন ভিত্তিক হয় নাই বা হবার পথে নেই।
একটি ওয়েবসাইটকে আপনি একটি ভার্চুয়াল অফিস কিংবা একটি দোকান এমনকি বিশাল এক শপিংমল
হিসেবে ব্যবহার করতে পারেন। যেখানে সামান্য ১০ বর্গফুটের একটি দোকান, বা অফিস একটি
ভালো স্থানে নিতে চাইলে লক্ষ লক্ষ টাকা জামানত রাখার সাথে সাথে মাসে মোটা অংকের ভাড়া
গুণতে হয়, ডেকারেশন বাবদ খরচ তো আছেই, সেখানে বাৎসরিক মাত্র ৫ হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে, ইন্টারনেটের সার্ভারে আপনি ২৪ ঘন্টা ৩৬৫ দিনের জন্য আপনি ভার্চুয়াল এমন একটি দোকান, অফিস বা শপিংমল বা যেমন আপনার প্রয়োজন তেমন একটি ওয়েবসাইটের স্থান পেয়ে যাচ্ছেন, যা শুধু একটি মহল্লা বা এলাকার কিছু সংখ্যক ক্রেতাকে কেন্দ্র করে না, বরং পুরো পৃথিবীর কাস্টমার, ক্লাইন্ট
আপনার হতে পারে।
সার্ভারে আপনার ওয়েবসাইটের জন্য স্থান তো নিলেন, এবার ? কি ওয়েবসাইট করবেন ? শুধু তথ্য
সম্বলিত ওয়েবসাইট ? সেবা প্রদানকারী ওয়েবসাইট ? ক্রয়-বিক্রয় ? দোকান ?যেমন টাই আপনার
ইচ্ছা হয়, সেই অনুযায়ী ওয়েবসাইটের ডেকারেশনের প্রয়োজন আছে না ?
অর্থাৎ এটিকেই আমরা বলে থাকি ওয়েবসাইট ডেভেলপমেন্ট।
আর আমরা এই কাজটিই তুলনামুলক কম খরচে কিন্তু আন্তর্জাতিক মানের করে থাকি।
বিভিন্ন অফিস, প্রতিষ্ঠান,কোম্পানীর নিজ নিজ তথ্য সম্বলিত ওয়েবসাইট আছে।
তাছাড়া বিভিন্ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন পরিবহন, টুরস ও ট্রাভেল এজেন্সি ইত্যাদি
গুলোর এমন ওয়েবসাইট থাকে যা দ্বারা তারা অগ্রিম বুকিং গ্রহন
করতে পারে। গ্রাহকের সাথে প্রতিনিয়ত অনলাইনে যোগাযোগ রক্ষা করতে পারে।
এমন কিছু ওয়েবসাইট আমরা দেখতে পাই যা দ্বারা পণ্য ক্রয়-বিক্রয় করা যায়।
এসব পণ্য ক্রয়- বিক্রয়ের ওয়েবসাইট ও নানা রকম সুবিধা সম্বলিত ।
এধরনের কিছু পণ্য ক্রয়-বিক্রয় ওয়েবসাইটে নিজের প্রতিষ্ঠানের পণ্য, বা ঘরোয়া প্রস্তুত খাবার বা পণ্য বিক্রয় করা যায়।
আবার, নিজস্য পণ্য না থাকলেও অন্য কোন পণ্য
ক্রয় বিক্রয়ের ওয়েবসাইট থেকে পছন্দ করে সেই পণ্যের ছবি বা লিঙ্ক নিজের ওয়েবসাইটে এনে কিছুটা দাম বাড়িয়ে সেটাও বিক্রয় করা যায়। এই ক্ষেত্রে ওই পণ্য পুর্বের থেকে স্টক বা কিনে রাখার প্রয়োজন নেই।
আবার, এমন ওয়েবসাইট ও আছে, যেখানে আপনি আপনার মননশীলতা কে
কাজে লাগিয়ে কোন কিছু ডিজাইন করলেন, হতে পারে – টি-শার্ট ,জামা কাপড় ,বিছানার চাদর
থেকে শুরু করে,সোফার কুশন, টুপি, হ্যাট, ক্যাপ
এমনকি কফির মগ এর ছবি। ডিজাইন করে রেখে দিলেন আপনার ওয়েবসাইটে, অর্ডার
আশলেই, ৩য় একটি মাধ্যম/ পক্ষ থেকে আপনি শুধু আপনার ডিজাইন দিয়ে বললেন,পরিপুর্ন পণ্যটি
তৈরি করে দিতে। আপনার বিনিয়োগ শুধু আপনার মননশীল মেধা, বাকী সব দিবে ওই ৩য় পক্ষ/
মাধ্যম। দাম নির্ধারন করবেন আপনি, ক্রেতা দাম পরিশোধ করলে, ৩য় পক্ষকে তার পাওনা
মিটিয়ে বাকী লাভের অংশ আপনারই।
অনেকেই এর বিকল্প হিশেবে ফেসবুক পেজের কথা ভাবছেন। ফেসবুক পেজের মাধ্যমে প্রাথমিক
পর্যায়ে কিছু মাত্রায় ব্যবসায় করা যায় এটা অবশ্যই সত্য। কিন্তু এর লিমিটেশন আছে।
যেমন ফেসবুক পেজের মাধ্যমে কোন কিছু কিনতে চাইলে তার স্ক্রিনশট নিয়ে, বা
প্রোডাক্টের কোড নাম্বার পেজের এডমিন কে ইনবক্স করতে হয়, অন্য দিকে এডমিন
কাস্টমারদের ইনবক্স ম্যানুয়ালি দেখতে দেখতে হয়রান। দেখা গেলো এমন একটি প্রোডাক্টের
এত পরিমান অর্ডার আসলো, যার স্টক আউট । এতে ক্রেতা – বিক্রেতা উভয়েই আস্থা হারান।
তাছারা এখানে থাকেনা সঠিক কোন রিটার্ন পলিসি, থাকেনা আস্থাশীল পে-মেন্ট ব্যবস্থা।
কিন্তু একটি ওয়েবসাইটে এই সকল কিছু সুন্দর ভাবে সুনিয়ন্ত্রত থাকে ।
সাথে ওয়েবসাইটের বাড়তি সুবিধা হচ্ছে ওয়েবসাইটটিকে আপনি আপনার ফেসবুক পেজের সাথে
ইন্টিগ্রেট অর্থাৎ জুড়ে দিতে পারেন, যেখানে, প্রাথমিক ভাবে ফেসবুক পেজ থেকে
কাস্টমার আপনার পেজ দেখে আকর্ষিত হয়ে লিঙ্কে ক্লিক করলেই তা আপনার সংশ্লিষ্ট
ওয়েবসাইটে নিয়ে আশবে।
আপনার পছন্দ অনুযায়ী এককালীন ওয়েবসাইট তৈরির পাশাপাশি প্রয়োজনে আমরা এর রক্ষনাবেক্ষন,
মেনটেনেন্স সুবিধা দিয়ে থাকি।
এছাড়া অন্যান্য সেবা গুলো বিস্তারিত তথ্য সহ আপনারা এই লিঙ্কে পেয়ে যাবে
আমাদের সম্পর্কে
I am 19 Digital Agency এর বর্তমান রুপ ২০১১ সাল থেকে মস্তিষ্কপ্রসূত একটি প্রকল্প , যা ঐ সময় থেকে অনুধাবন করতে পেরেছিল, ১৫ বছর পর, অর্থাৎ বর্তমান সময়ে ইন্টারনেটের ব্যবহার ও ব্যাপকতা সম্পর্কে । তখন থেকেই ধীরে ধীরে পথ চলা।
বর্তমান সময়ে এসে আমরা লক্ষ্য করতে পারি দিন দিন এর সমৃদ্ধি আরো বেড়ে চলছে।
বর্তমান সময়ে আমরা কেবল একটা দিন না, মাত্র ১ ঘন্টা ইন্টারনেট ছাড়া প্রকৃত পক্ষেই অচল।
স্কুল, কলেজ, ভার্সিটি, ব্যাংকিং সিস্টেম, সকল ধরনের সকল ব্যাবসায়িক / অব্যাবসায়িক প্রতিষ্ঠান, কোন না কোন ভাবে ইন্টারনেটের সাথে জরিত, সেটা আমরা সকলে উপলব্ধি করতে পারি আর নাই বা পারি।
ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনযাত্রা সহজ করে দিয়েছে। প্রবাসীদের পাঠান টাকা কিংবা চিঠি ইন্টারনেট ছারা এখন আমরা ভাবতেও পারি না ।
২০১১ সালে আমি ও আমার টীম মেম্বারগনের ১৫ বছর পুর্বের মস্তিষ্কপ্রসূত কল্পনার থেকে বর্তমান ইন্টারনেটের প্রচার, প্রভাব, ব্যাবহার, এবং এর সহজলভ্যতা যেমন অনেক অনেক বেশি, সেই হিসেবে বিবেচনা করলে,
ঠিক তেমনি আগামী মাত্র ৫ বছরে আমরা অনুমান করতে পারি না যে, ইন্টারনেটের লাগাম ছাড়া ঘোড়া আর কতদুর যাবে।
আমি , আমার টীম মেম্বারগন এই ধারনাই করি, ইন্টারনেটের কল্যানে, মানুষ স্বাবলম্বী হবে, পুজি ছাড়া বা নাম মাত্র পুজিতে ব্যাবসায় করবেন। চাকরী করতে ঢাকা শহরে দৈনিক ৫ ঘন্টা ট্রাফিক সহ্য করতে হবে না। ঘরে বসেই অফিসের কাজ করবেন। ( ইদানিং কালে সল্প মাত্রায় এটা হচ্ছেও )।
যানজট নিরশন হবে। মানুষের সময় বাচবে। বর্তমান রোবট জীবন থেকে আমরা মুক্তি পাব। পরিবারের জন্য সময় থাকবে। নিজ নিজ ইবাদতের জন্য সময় থাকবে।
ইন্টারনেট এই সমস্ত কাজ গুলো করেছে কোনো না কোনো নির্দিস্ট ওয়েবসাইটের মাধ্যমে।
আমরা মুলত এই ওয়েবসাইটের কাজ গুলো করে থাকি। সাথে, এই প্রাসঙ্গিক অন্যান্য কাজ গুলোও আমরা তুলনা মুলক কম খরচে , আন্তরজাতিক মানের স্ট্যান্ডার্ড অনুযায়ী করে থাকি।
আর পরিশেষে এই কথা বলতে চাই, I am 19 Digital Agency একটি লাভজনক প্রতিষ্ঠান হলেও, এর প্রধান উদ্দেশ্য মানুষের জীবন ধারাকে পুরানো কাঠামো থেকে বদলিয়ে উন্নত ও সহজ করা।
আমরা প্রকৃত অর্থেই মুনাফার ক্ষেত্রে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড এর তুলনায় সামান্য মুনাফা নিয়ে থাকি।
কিন্তু কাজ করতে চাই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড এর চেয়ে কয়েক ধাপ এগিয়ে।
এবং প্রতিষ্ঠানের মুনাফার নির্দিস্ট ২ টি অংশের একটি সৃষ্টির সেবায় নিয়জিত, এবং অপর অংশ এই ইন্টারনেট / ওয়েবসাইট / প্রাসঙ্গিক বিষয় গুলো আরো কিভাবে উন্নত করা যায় তার জন্য নিবেদিত।
ধন্যবাদান্তে –
আরমান খান ( ম্যানেজার , ডেভেলপার, সমন্বয়কারী )
সেবা সমূহ
ল্যান্ডিং পেজ
১ পেজের ল্যান্ডিং পেজ সাথে প্লাগিন্স ফ্রী
২,০০০/- টাকা
স্ট্যাটিক ওয়েবসাইট
৫ পেজ থেকে ৮ পেজ সাথে প্লাগিন্স ফ্রী
৫,০০০ থেকে ১০,০০০/- টাকা
ডায়নামিক ওয়েবসাইট
৫ পেজ থেকে ১০ পেজ সাথে প্লাগিন্স ফ্রী
১০,০০০ থেকে ২০,০০০/- টাকা
ই-কমার্স ওয়েবসাইট
পণ্যের পরিমান এবং আয়তন অনুসারে ১০,০০০ থেকে ৫০,০০০/- টাকা
*** সাথে প্লাগিন্স / ডোমেইন + হোস্টিং ফ্রী ***
শপিফাই ওয়েবসাইট / স্টোর
৫ পেজ সাথে প্লাগিন্স ফ্রী
৫,০০০/- টাকা
ড্রপশিপিং, প্রিন্ট ওন ডিমান্ড, ওয়ান প্রোডাক্ট স্টোর
৫ পেজ সাথে প্লাগিন্স ফ্রী
১০,০০০/- টাকা
ব্লগ
সাথে প্লাগিন্স ফ্রী
৫০০০/- টাকা
এস ই ও
আলোচনা সাপেক্ষে
ডিজিটাল মার্কেটিং
আলোচনা সাপেক্ষে
ওয়েবসাইট কন্টেন্ট
আলোচনা সাপেক্ষে
সোশ্যাল মিডিয়া পেজ, ফেসবুক স্টোর ও ওয়েবসাইটের সাথে সংযুক্তিকরন ।
সোশ্যাল মিডিয়া পেজ ১০০০/-
ফেসবুক স্টোর ৩০০০/-
প্রতিটি সোশ্যাল মিডিয়ার সাথে সংযুক্তিকরণ ১০০০/- টাকা
ওয়েবসাইট , স্টোর ব্যাবস্থাপনা ও প্রোডাক্ট আপ্লোডিং
আলোচনা সাপেক্ষে
ওয়েবপেজ/ স্টোর ব্যবস্থাপনা ও প্রোডাক্ট আপ্লোডিং
আলোচনা সাপেক্ষে
গ্রাফিক্স/ লোগো ওA.i এনিমেশন/ ছবি
পরিমাণ অনুযায়ী আলোচনা সাপেক্ষে
ইউটিউব, টিকটক ও সকল প্রকার প্রফেশনাল ভিডিও ইডিটিং
আলোচনা সাপেক্ষে
মোশন গ্রাফিক্স
আলোচনা সাপেক্ষে
3D ভিজুয়ালাইজেসন
আলোচনা সাপেক্ষে
ফেজবুক, ইউটিউব ও অনান্য সোশ্যাল মিডিয়ায় এড রান
আলোচনা সাপেক্ষে
গুগল ওয়ার্ক স্পেস
আপনার প্রয়োজন অনুযায়ী আলোচনা সাপেক্ষে
ডোমাইন এবং হোস্টিং
আপনার প্রয়োজন অনুযায়ী আলোচনা সাপেক্ষে
এক যুগের অধিক সময় জুড়ে আমাদের বিশ্বস্ত মেম্বারগন